ডেস্ক রিপোর্ট

১১ মার্চ, ২০১৬ ২২:৪৩

পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভা শুক্রবার সকাল ১১টায় বন্দরবাজার ব্রহ্মমন্দির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা। জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক ধারাবাহিকতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেশের হিন্দু সম্প্রদায়ের সার্বিক সমঅধিকার প্রতিষ্ঠায় এবং দেবত্তর সম্পত্তি রক্ষায় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে।

সভায় জানানো হয়, আগামী ১লা এপ্রিল ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সিলেট জেলার প্রত্যেকটি উপজেলার নেতৃবৃন্দ সহ জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সভায় বক্তারা বলেন, পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সম্মেলন সফলভাবে স্বার্থক করে তুলতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে সংগঠিত হতে হবে। বক্তারা অতিসম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিলেটের অতিপ্রাচীন তারাপুর বাগানসহ সকল ধর্মীয় উপাসনালয়ের স্থান উদ্ধারে প্রশাসনের প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, জেলা কমিটির অন্যতম নেতা কৃপেশ পাল, প্রদীপ দেব, এড. রঞ্জন ঘোষ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ছাত্রযুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, স্বপন বর্মন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত