সংবাদ বিজ্ঞপ্তি

২২ মার্চ, ২০১৬ ০১:৪৮

বিশ্ব কবিতা দিবসে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

ইউনেস্কো সারা পৃথিবী জুড়ে সকল সময়ের জন্যে শিল্প ও সংস্কৃতির উন্নয়নে কবিতার বিশেষ ভূমিকার কথাটি স্বীকার করে। তারা প্রত্যাশা করে, এই দিবস উদযাপনের মাধ্যমে কবিতাশিল্প আরো বিকশিত হবে এবং কবিতাগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশকদেরকেও উৎসাহিত করা হবে।’’

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ২১মার্চ বিকাল ৫ টায় নগরীর বারুতখানার হাওর প্রকাশনে প্রথম দিনের সূর্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ২১ মার্চ: বিশ্ব কবিতা দিবস শিরোনামের প্রবন্ধ পাঠ করেন কবি এ কে শেরাম।

কবি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে  আসরে কবিতা পাঠ করেন কবি ও গল্পকার সজল কান্তি সরকার, কবি আবিদ ফায়সাল, কবি মনজুর মোহাম্মদ, কবি বিমান তালুকদার, কবি মেকদাদ মেঘ, কবি অয়েপকম অঞ্জু, অসীম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাইল বশিরউদ্দিন সরকার ও গীতিকার জাকির শাহ।

বিশ্ব কবিতা দিবসের কবিতা পাঠের আসরে আলোচনায় অংশ নেন বাদল কর, মোস্তফা খোকন, সঞ্জয় দাশ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন কবিতা মানব মুক্তির পাথেয় সুন্দরে অনবদ্য দলিল। কবিতা ভাব ও শব্দের যৌথ বাগান, আনন্দ বেদনার হার্দিক বাহন। কবিতা হোক জীবনময় জীবন হোক কবিতাময়।

আপনার মন্তব্য

আলোচিত