প্রেস বিজ্ঞপ্তি

১৭ আগস্ট, ২০১৬ ২৩:২৭

পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর ৪ ঘন্টার পরীক্ষা পদ্ধতি বাতিল করে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল এবং অবরোধ কর্মসূচী পালন করেছেন এম.সি. বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
 
এম.সি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১ টায় আম্বরখানা পয়েন্ট থেকে মিছিল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে তাদের সাথে মদনমোহন কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
 
সুজিত দেব রায় এর সভাপতিত্বে এবং এম.এস. রিগান এর পরিচালনায় অবরোধকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, রাকিব চৌধুরী, অপু তালুকদার, মোশাররফ হোসেন, পার্বতী তালুকদার, জয় দত্ত, মিঠু সরকার এবং অমিত দাস।
 
বৃহস্পতিবার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিবেন। স্মারকলিপিতে ৭২ ঘণ্টার ভেতরে পরীক্ষার সময়  ৪ ঘণ্টা পুনর্বহাল রাখার দাবি জানানো হবে এবং উক্ত দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচী জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত