সংবাদ বিজ্ঞপ্তি

১২ নভেম্বর, ২০১৬ ২৩:৩১

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৩ নভেম্বর সিলেট আগমন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১২ নভেম্বর শনিবার উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর মুছব্বিরের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিলেটে আগমন উপলক্ষে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাকে সফল করতে দলীয় নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান। জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আজমল আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, ভাইস চেয়ারম্যান শামসুল হক, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, ১নং পশ্চিম ইসলামপুর আওয়ামীলীগের সভাপতি মো. শামীম আহমদ, ৩নং তেলীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কমর উদ্দিন চৌধুরী, পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মূল্লুক হোসেন, ৬নং দক্ষিণ রণীখাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিম, উত্তর রণীখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, দক্ষিণ রণীখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রূকন, ইসাকলস ইউপি চেয়ারম্যান মো. কুটি মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, তেলীখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসাহিদ আলী, ৩নং তেলীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইসাকলস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আছার উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, ৩নং তেলীখাল যুবলীগের সভাপতি মো. তজব আলী, পূর্ব ইসলাম যুবলীগের সভাপতি মো. আলীম উদ্দিন, পশ্চিম ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, যুবলীগ নেতা জুয়েল আহমদ, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, সফাত উল্লাহ, ইকবাল হোসেন, রনজিত দেবনাথ ময়না, সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম সোহেল আহমদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শেখ মোর্শেদ, ছাত্র পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জমির হোসেন, মো. আলী আসগর, হাবীবুল্লাহ জাবেদ, আব্দুল হক সরকার, মিজানুর রহমান রসিক, মো. মনু মিয়া, আরাফাত আলী মেম্বার, যুবলীগ নেতা এখলাস আলী, সোহেল আহমদ, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, এখলাছুর রহমান, কাউসার আহমদ টিটু, আমিরুল হক, জুয়েল রানা, সিরাজুল ইসলাম, জাহেদ আহমদ, ফারুকুজ্জামান, আজিম উদ্দিন, জিকরুল ইসলাম, তুহিন, সেলিম, নজরুল ইসলাম, প্রজন্মলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত