সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৬ ২০:০৪

সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি

সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে সিলেট আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিলেট হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে সিলেট বিভাগের বিচারপ্রার্থী জনগণের বঞ্চনা লাঘবে স্বল্প সময় ও ব্যয়ে সুবিচার প্রাপ্তিতে সংবিধান অনুযায়ী সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপনে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করা হয়।

এছাড়াও গণদাবী ফোরামের পক্ষ থেকে পেশকৃত অন্যান্য দাবিগুলো হচ্ছে সিলেট বিভাগের সকল বিচার আদালতে শূন্য পদে বিচারক নিয়োগ, সিলেটে প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালত, ড্রাগকোর্ট, মেরিন আদালত, বিদ্যুৎ আদালত, বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন এবং সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা জজ কোর্ট এবং মহানগর দায়রা জজ আদালতে বিচারকদের বাস ভবন নির্মাণ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা জজ কোর্ট এবং সিলেট দায়রা জজ আদালত সহ সকল আদালতে তৃতীয় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে সিলেটের স্থায়ী অধিবাসীদের নিয়োগ দান এবং ২১ শে ফেব্রুয়ারির পূর্বে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা চালুর ব্যবস্থা গ্রহণ। স্মারকলিপি প্রধানকালে প্রধান বিচারপতি ভবিষ্যতে সিলেটে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে বলে আশ্বাস দেন।

জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারীর উপস্থিতিতে স্মারকলিপি প্রধানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শমিউল আলম এডভোকেট, হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, যুগ্ম আহবায়ক এ.কে.এম আলী আসগর এডভোকেট, জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের যুগ্ম সদস্য সচিব বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, যুগ্ম সদস্য সচিব ও জেলা গণদাবী ফোরামের সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জজ কোর্টের জিপি কে.এম জালাল এডভোকেট, জুবায়ের বখত এডভোকেট প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত