বিয়ানীবাজার প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৬ ০০:১২

২য় বর্ষে পা রাখলো বিয়ানীবাজারকণ্ঠ

বিয়ানীবাজারের সর্বাধিক পাঠকের অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজারকন্ঠ.কম ২য় বর্ষে পা রাখলো বৃহস্পতিবার। মাত্র এক বছরেই পাঠকদের মন জয় করে বিয়ানীবাজারের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে নিজের অবস্থান দৃঢ় করেছে এই নিউজ পোর্টালটি।

শুরু থেকেই বিয়ানীবাজারকন্ঠ চেষ্টা করেছে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে। প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮ টায় বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের রসুইঘর রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভায় অনাড়ম্বর অনুষ্ঠানে যেন রূপ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায়।

বিয়ানীবাজরকণ্ঠের নিবার্হী সম্পাদক শিপার আহমেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজারকণ্ঠের সম্পাদক মিলাদ মো: জয়নুল।এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার নিউজ পেপার এজেন্সীর পরিচালক ইসলাম উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস টিটু, সাপ্তাহিক দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার জানার্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল,  বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক জহির উদ্দিন, সাপ্তাহিক সম্ভাবনা সম্পাদক মাছুম আহমদ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাস, বিয়ানীবাজারকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক জুনেদ ইকবাল, বার্তা সম্পাদক  সুফিয়ান আহমদ, স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন, দৈনিক যায়াযায়দিনের বড়লেখা প্রতিনিধি সুলতান খলিল, দৈনিক সকালের খবর ও বিয়ানীবাজারকণ্ঠের বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু, সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন, দিবালোক স্টাফ রিপের্টার ইমাম হাসনাত সাজু,বিয়ানীবাজার টাইমস’র প্রকাশক তুফায়েল আহমদ, বিয়ানীবাজার নিউজ পেপার এজেন্সীর পরিচালক আফজাল হোসেন, বিয়ানীবাজারকণ্ঠের আলোকচিত্রি শাওন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত