সংবাদ বিজ্ঞপ্তি

২০ ডিসেম্বর, ২০১৬ ১৫:২২

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান গণহত্যা বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল এগারোটায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ নগরীর শুকরিয়া মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়কর সভাপতিত্বে ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম অর্থ সচিব মোঃ রূপন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম প্রচার সচিব এইচ এম আজাদ, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সাজওয়ান আহমদ, জুনায়েদ আহমদ রাসেল, যুগ্ম অর্থ সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম সদস্য সচিব রুহেল আলম ইলিয়াছ, সদস্য এ.কে কামাল হোসেন, জাহেদুল ইসলাম জাফর, জাকারিয়া ইমরুল, হাজী আব্দুর রউফ, সাবুল মিয়া, রয়েছ আহমদ, রফিক আহমদ, আনোয়ার হোসেন, শুকরিয়া মার্কেটের আহ্বায়ক সামছুল ইসলাম কামালী, সামছুল ইসলাম সুজা, সদস্য সচিব নুরুজ্জামান মামুন, ব্যবসায়ী লাল মিয়া, সুহেল আহমদ, খালেদুর রহমান খালেদ, আব্দুল মান্নান, জিয়াউর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত