সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৬ ২১:১১

খেলাঘর সিলেট জেলার শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়ার অঙ্গীকার নিয়ে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো শিশু-কিশোর সমাবেশে।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও আমাদের দেশের সকল শিশু শিক্ষার অধিকার পায়নি। সারাদেশে অব্যাহত শিশু নির্যাতন, অপহরণ, খুন আমাদেরকে আতঙ্কিত করে তুলেছে। আমরা এর অবসান চাই। আমরা শিশুর হাসিতে মোখর সুখী-সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আগামী দিনে খেলাঘর আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান বক্তারা।

শনিবার সকাল ১১টায় খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ডাঃ আবু সাইদ। উদ্বোধনের পরপরই শুরু হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। শিশু-কিশোর সমাবেশের ২য় পর্ব বিকেল ৫টায় শুরু হয়।

খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ডাঃ আবু সাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, খেলাঘর সিলেট জেলা কমিটি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা।

খেলাঘর সিলেট জেলা কমিটির সংগঠন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক গোলাম রাব্বি চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা হয়। এছাড়াও বক্তব্য রাখেন পুষ্পহাসি খেলাঘর আসরের সভাপতি তাপসী চক্রবর্ত্তী লিপি, মুক্তমন খেলাঘর আসরের সভাপতি বিধান দেব চয়ন, ছাড়ানীড় খেরাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, সৃষ্টি খেলাঘর আসরের সহ সাধারণ সম্পাদক অপরূপ দাস অয়ন।

আলোচনা পর্বের শেষে পুষ্পহাসি খেলাঘর আসর, ছায়ানীড় খেলাঘর আসর, সৃষ্টি খেলাঘর আসর, মুক্তমন খেলাঘর আসরের ভাই-বোনেরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন, আবৃত্তি বিভাগের খেলাঘর সিলেট জেলা কমিটির সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, চিত্রাঙ্কন বিভাগের ফলাফল ঘোষণা করেন খেলাঘর জেলা কমিটির সম্পাদক রাজীব চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাছান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশগুপ্ত, সোপন সিলেটের কোষাধ্যক্ষ শ্যামল দে, সোনালী ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত