সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৬ ০১:৫০

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে : শাবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আমিনুল হক ভুইয়া বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তারাই হবে আমাদের ভবিষ্যৎ কর্ণধার। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা দেশ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।

রোববার দুপুরে বিয়ানীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামে স্পর্শ সোস্যাল মিডিয়া আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংঘের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক মোমেন আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, উপজেলা মুকিযোদ্ধা সংসদ কমান্ডার হাজি এম এ কাদির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আহমদ হোসেন বাবুল, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, রোটারিয়ান ফখর উদ্দিন আহমদ, ক্রীড়া সংগঠক নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শুক্কুর, উপজেলা যুবলীগ আহবায়ক আব্দুল কুদ্দুস টিটু, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান সালেহ আহমদ ও এনাম উদ্দিন।

সংগঠনের শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন'র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, প্রবীণ শিক্ষক আব্দুল করিম,  গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু, সাংবাদিক ও ধারাভাষ্যকার মাছুম আহমদ, সংগঠনের গভর্ণিং বডির  চেয়ারম্যান আহমদ হোসেন খান, প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক সুফিয়ান আহমদ, গভর্ণিং বডির সদস্য আব্দুল লতিফ, সয়ফুল ইসলাম,  জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির অন্যতম সদস্য শফিউর রহমান, সংগঠনের সহ সভাপতি পার্থ পাল দিপক, শুভ্র দেব, সহ সাধারণ সম্পাদক সয়ফুল আলম,সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হক সুয়েবসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে প্রফেসর একেএম গোলাম কিবরিয়া বলেন, তরুণরাই হচ্ছে এই সমাজের চালিকাশক্তি।  তরুণরাই পারে সমাজ ও দেশ বদলে দিতে। তাই তাদের সহযোগীতার মাধ্যমে আমাদের উচিত তাদের উৎসাহ প্রদান করা। তবেই তারা ভালো ভালে কাজ করতে আরো উৎসাহিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত