সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৭ ১৮:৫০

সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার (২৮ জানুয়ারী) সিলেট নগরীর ধোপাদীঘিরপার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দর বাজার পেপার পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী এবং যুগ্ম সম্পাদক লিটন কুমার দাশ নান্টু’র যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে সাঈদ আহমদ বলেন, দেশের গণতন্ত্র আজ বাকরুদ্ধ। বাকরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী পরিবার আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। সেই আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্থ করতে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। যদি অনতিবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলায় দায়েরকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করা হয় তা হলে ছাত্রদল পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ’র উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি সহ কারাগারের আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি তছির আলী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, আমিনুল ইসলাম সাজু, অলি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনোজ দেব, মন্টু কুমার নাথ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সাহেদ সিরাজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন (হাজী দিনার), এইচ এম ইকবাল, জুবের আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, প্রচার সম্পাদক আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, আইনুল হক সুমন, সেবুল আহমদ, শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এমএ রাকিব, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সুজন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, আইন বিষয়ক সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, আলম আহমদ, জুয়েল আহমদ।

আরো উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবু মোতাকাব্বির চৌধুরী সাকি, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজান আহমদ, মহানগর ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক রাসেল খান, জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রণি চৌধুরী, মহানগর ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফজল চৌধুরী পাপ্পু, জেলা পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আহমদ জাকি, অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুর রহমান রাশেদ, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আফজল হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান রুপু, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ইমরান খান, আবু ইয়ামিন চৌধুরী, জেলা ছাত্রদলের কৃষি ও গবেষনা বিষয়ক সম্পাদক হুমায়ুন রশিদ, সহ-সমবায় বিষয়ক সম্পাদক আল-আমিন আহমদ রিপন, মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, সুলেমান আহমদ চৌধুরী, কাহের আহমদ, সেলিম আহমদ সাগর, মনির আহমদ, তানভীর খান, শাহজাহান চৌধুরী আবির, মহানগর ছাত্রদলের কর্মসূচি পরিকল্পনা বিষয়ক সম্পাদক মকসুদুল করিম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, রিয়াদ আহমদ, আব্দুর রশিদ, সহ-পাঠাগার সম্পাদক আজহার অনিক, মহানগর ছাত্রদলের বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান সুহান, তুহিন আহমদ, লায়েক আহমদ, মহনগর ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঈন খান, জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক তুহিন আহমদ, সহ-অর্থ সম্পাদক রাজিব আহমদ, হাবিব আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদুর রহমান ফয়েজ, নিপু আহমদ, নজরুল ইসলাম, মুহিব খান, মাহফুজ আহমদ, বাহার আহমদ, ফয়সল আহমদ, হাফিজ দিলওয়ার হোসেন, জুবের আহমদ, সুহান আহমদ, এম এ হাসান সাগর, আকিরুল ইসলাম জিসান, শহীদুল ইসলাম বদরুল, মোহাম্মদ আব্দুল্লাহ, সামছুদ্দিন শুভ, ইনতিয়াজ আহমদ, জিহাদ আহমদ, জাহেদ আহমদ, নাসিম আহমদ, সত্তি, জাকারিয়া আহমদ, আবুল হানিফ, কাহির আহমদ, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আলম হোসেন, আব্দুর রহিম, আজিজুর রহমান লায়েক, নাসির আহমদ, বদরুল ইসলাম, জেবুল আহমদ, শরীফ আহমদ, আব্দুল ওয়াহিদ, শেখ সবুজ আহমদ, ইমতিয়াজ আহমদ, রেজাউল কবির তোফায়েল, তারেক চৌধুরী রাহেল, কাশেম আহমদ, আতিক আহমদ, রুবেল আহমদ, সায়মন তালুকদার, লোকমান হাসান, সাঈদ খান, একরামুল হক, তারেক আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত