সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৭ ১৪:০৯

বড়লেখায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর রক্তদান সংস্থার আয়োজনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১ হাজার মানুষকে ফ্রি রক্ত পরীক্ষার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। এর আগে সকালে স্থানীয় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা বদর উদ্দিন আহমদ।

রক্তদান সংস্থার সভাপতি আশফাকুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাংবাদিক সুলতান আহমদ খলিল ও মাস্টার খালেদ আহমদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল ইসলাম লাল, গোল্ডেন ক্লাবের সভাপতি রহিম বক্ত মুসা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের সভাপতি লিয়াকত হাসান, সেক্রেটারী মোবেল আহমদ, সমাজসেবক ময়নুল ইসলাম মাসুম, বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশেনের সভাপতি গোলজার হোসেন হাসান, সেক্রেটারী কামাল আহমদ, টেলেন্ট কেয়ার একাডেমীর প্রিন্সিপাল সুরমান আহমদ, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, সংস্থার সদস্য আমানুল ইসলাম রব্বানী, মাসুদুর রহমান সুজান, মোহাম্মদ মাসুম, মাসুদ আহমদ, বেলাল আহমদ, রুহেল মালিক, মাসুম আহমদ, মেহেদী আফজাল পারভেজ বুলবুল, রিফাত আহমদ এবাদ, ফাহিম আহমদ, জুসেফ হাসান, জিয়াউর রহমান, ইস্তাকুর রহমান, জুয়েল আহমদ, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, জুবের আহমদ, মাও: হাফিজ আনিসুর রহমান প্রমুখ।

ব্লাড গ্রুপিং কর্মসূচি শেষে সংস্থার সহপ্রচার সম্পাদক রিফাত আহমদ এবাদের প্রবাস গমণ উপলক্ষ্যে তার হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সংস্থার সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত