সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:০৩

মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের দেশে থাকার কোন অধিকার নেই: দিলীপ বড়ুয়া

মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের দেশে থাকার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাম্যবাদী দলের সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ২৭তম স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, দেশে সরকারের পর সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে আমরা কাজ করছি।

কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে এবং ব্রজগোপাল চৌধুরীর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাম্যবাদী দলের নেতা কমরেড সুলতান বিশ্বাস, সিলেট জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমদ, সাবেক পিপি গিয়াস উদ্দিন, জেলা গণতন্ত্রী পাটির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেড এম সামছুল, হবিগঞ্জ জেলার সভাপতি শশাংক দত্ত, সাম্যবাদী দল সিলেট মহানগরের আহবায়ক মহেন্দ্র সিংহ, জেলা যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক কমরেড আজাদ মিয়া, জেলা সাম্যবাদী দলের নেতা নিবাস চক্রবর্তী, নির্মলেন্দু ধর। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমরেড আফরোজ আলী।

এসময় উপস্থিত ছিলেন- কমরেড জসিম, এরশাদ মেম্বার, সেলিম, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড আবুল হোসেন, সজল রায়, কমরেড আসাদ্দর আলী’র স্মৃতি পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত