সংবাদ বিজ্ঞপ্তি

০৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:২৪

সিলেট প্রেসক্লাবের কার্যক্রম দেশের অন্যান্য প্রেসক্লাবকে অনুপ্রাণিত করবে

সিলেট ও সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দিচ্ছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাব ভবনে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ এলে তাদেরকে স্বাগত জানান সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। সারাদেশের মধ্যে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণে পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। সুদূর সাতক্ষীরা থেকে আগত প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাত উভয় ক্লাবের মধ্যে নতুন এক সেতুবন্ধন তৈরি করবে।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সিলেট প্রেসক্লাবের কার্যক্রম দেখে দেশের অন্যান্য প্রেসক্লাব অনুপ্রাণিত হবে।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর রহমান, অর্থ সম্পাদক মো. ফারুক মাহবুবুর রহমান, সদস্য রুহুল কুদ্দুস, শরীফুল্লাহ কায়সার সুমন ও জি.এম. মনিরুল ইসলাম মিনি। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য আজিজুল হক মানিক, শামসুল ইসলাম শামীম, মঞ্জুর আহমদ, খালেদ আহমদ ও নৌসাদ আহমেদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত