সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:২৩

‘সাম্প্রদায়িক পাঠ্যসূচি পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িকী করনে যে ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসেবে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে কোমল মতি শিশুদের মধ্যে সুক্ষভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে। দূর্বার গণআন্দোলনের মাধ্যমে সাম্প্রদায়িক পাঠ্যসূচি পরিবর্তন করে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারকে বাধ্য করতে হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরও বলেন, মৌলবাদীদের ইচ্ছার কাছে সরকার যদি নতি স্বীকার করে তাহলে সরকার মুক্তিযুদ্ধের মূল আদর্শ থেকে বিচ্যুত হবে।

সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনুর পরিচালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল চ্যাটার্জি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মহানগর শাখার সাবেক সভাপতি তপন মিত্র, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অরুণ দেবনাথ সাগর, যুগ্ম সম্পাদক বাপ্পা গোস্বামী, মহানগর শাখার সভাপতি শান্ত দেব, জেলা শাখার সহ সভাপতি শংকর দাস, যুগ্ম সম্পাদক দিবাকর দাস, রজত কান্তি চক্রবর্তী, বিদ্যুৎ কান্তি সেন, রিংকু চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী, কানু দেব, গোবিন্দ মালাকার, পাপ্পু বর্নি, দেবব্রত দেব শিমূল, বিজয় সিংহ রিংকু, রূপক চন্দ্র দাস, অজয় দে, প্রণত কান্তি দেব, লিটন দেবনাথ, অমল দাস আপন, অপু দাস, প্রেমাংশু দাস প্রভাত, রাজীব দাস, প্রত্যুৎ রাউৎ, অধীর রাম বিশ্বাস, শ্রীমন্ত রুদ্রপাল, চয়ন চন্দ শয়ন, নির্মল বিশ্বাস, বিধান চৌধুরী, লিটন চন্দ্র দাস, বিপ্লব কান্তি দাস, সুমন চন্দ্র দাস প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ধনঞ্জয় দাস ধনু সভাপতি, সুবিনয় মল্লিক কে সাধারণ সম্পাদক করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত