সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫৫

তথ্যমন্ত্রীর সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফটো সাংবাদিকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। জাতির প্রয়োজনে তারা সর্বদা সচেষ্ট থেকে দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্ঠি করেন নতুন গৌরবোজ্জ্বল ইতিহাস। অতীত ইতিহাস ঘটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র সিলেট বিভাগীয় কমিটি (২০১৭-১৮) তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং অভিষেক উপলক্ষে প্রকাশিত সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ মন্ত্রীর হাতে তোলে দেন।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সদ্য বিদায়ী সভাপতি ইকবাল মনসুর, প্রতিষ্ঠাতা সদস্য মো. দুলাল হোসেন, কুমার গণেশ পাল, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী সদস্য শংকর দাস, সদস্য কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, শাহীন আহমদ, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত