সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৭ ১৮:১২

বরইকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ৭৭ লক্ষ ২৭ হাজার ৯ শত টাকা এবং ব্যয় ৭৬ লক্ষ ৭৯ হাজার ২ শত টাকা দেখানো হয়েছে। উদ্ধৃত্ত ৪৮ হাজার ৭ শত টাকা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট পেশ করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন।

ইউপি সচিব অঞ্জলি দেব অলি ও ইউনিয়ন চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বাহার উদ্দিন এর যৌথ পরিচালনায় বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতি, বরইকান্দি ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদরাসার সভাপতি অধ্যক্ষ মোঃ ফয়জুল হক চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব হাজী আব্দুস সাত্তার, রবীন্দ্র কুমার দেব আশিষ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণার প্রতি গুরুত্ব দিয়েছে। কারণ উন্মুক্ত বাজেটের ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফুটে উঠে। তাই বাজেট বিষয়টি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী মখলিছ মিয়া, হাজী মানিক, হাজী মোঃ রইছ আলী, হাজী নেছার মিয়া, আক্কাস উদ্দিন আক্কাই, বাবুল হোসেন, সাবেক মেম্বার সুলেমান মিয়া, করুণাময় দাস, হাজী শরীফ উদ্দিন, মঈন উদ্দিন, ক্যালেশ দাস, চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাশ, জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দত্ত কানগু, লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা চক্রবর্তী, হাজী ইসরাইল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রহিমা আক্তার, শিক্ষিকা আনোয়ার কলি চৌধুরী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুল ইসলাম মাছুম ও এহসানুল হক সানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশিকুর রহমান, শরীফ আহমদ, এনাম উদ্দিন, জাবেদ আহমদ, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, মোঃ লয়লু মিয়া, কামাল আহমদ ও মাহমুদা ইসলাম চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত