সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৭ ১৮:২৩

বালাগঞ্জে সাবেক এমপি শফি চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, অসহায় বন্যা দুর্গতরা আমাদেরই স্বজন। তাই স্বজনদের দুর্ভোগে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্ত মানবতার কল্যাণে সাড়া দিয়ে গণমানুষের প্রিয় রাজনৈতিক দল বিএনপি অসহায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

রোববার (১৬ জুলাই) সিলেট-৩, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর পক্ষে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পৃথক স্থানে ত্রাণ বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সহায়তায় বিএনপি বন্যার্তদের কল্যাণে কাজ করছে।

ত্রাণ বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা উপদেষ্টা হাজী বাবুল মিয়া, জেলা উপদেষ্টা মির্জা আবুল কাশেম জিতু, বালাগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক খলীলুর রহমান নানু, সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইফুল ইসলাম সেপুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, দক্ষিণ সুরমা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম মঞ্জু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, বালাগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল, তোফায়েল আহমদ জুনু, আবুল ফতেহ ফাত্তাহ, সালাউর রহমান সালাম, মুহিব চৌধুরী, খিজির আহমদ, আবুল হোসেন, শেখ উস্তার আলী, সাবুল আহমদ, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ, বিএনপি নেতা সাবেক মেম্বার চেরাগ আলী, এনামুল হক পারুল, আঈনুদ্দিন, মুত্তাকিন, তেরা বেগ, মনু মিয়া, সবুজ মিয়া, রেনু মিয়া, ফয়সল আহমদ, শেখ রাব্বি, রানা মিয়া, রুমন বেগ, শহীদ আহমদ, শেখ নিজাম, সালাম মিয়া, রেজাউল, আমিরুল ইসরাম রুমেল, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আলকাছ আলী, আজমল আলী, হারুন মিয়া, কামাল মিয়া, আজম আলী, আব্দুস শহীদ, শাহেদ, সুমন, আলী, জুনেদ, সাবুল ও নুরুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত