সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৮ ১৭:১৬

উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন : ড. মোমেন

সিলেট প্রেসক্লাবে মতবিনিময়

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন সিলেটের উন্নয়নে সিলেট প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো ভূমিকা প্রত্যাশা করে বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের অনেক উন্নয়ন কাজ আটকে আছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এসব জটিলতা নিরসনে ভূমিকা রাখতে পারেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব ভবনে নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এ কথাগুলো বলেন।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ সভাপতি এমএ হান্নান, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম, দিগেন সিংহ প্রমুখ।

এসময় ড. মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ উপস্থিত ছিলেন।

ড. মোমেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। সত্য প্রকাশ করতে সাংবাদিকদের নির্ভীক থাকা উচিত।

তিনি বলেন, সিলেট এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। যেখানে সমস্যা আছে, তা সংবাদ মাধ্যমে তুলে ধরুন। সরকার সংশ্লিষ্টদের নজরে আসলে দ্রুত সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, সরকারি অনেক কাজ শুরু হয়েও শেষ হয় না। বিভিন্ন জটিলতার কারণে উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। এসব কারণে সিলেটের বড় বড় অনেক প্রকল্প দীর্ঘদিন ধরে হচ্ছে না। প্রকৃত কারণ উদঘাটন করে তা প্রকাশ করা গণমাধ্যমের কর্মীদের কাজ। তিনি সিলেটের উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন।

এদিকে, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাব ভবনে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী তাঁর সঙ্গে ছিলেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম, দিগেন সিংহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত