সংবাদ বিজ্ঞপ্তি

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৫৫

হৃদয়ে ৭১ এর একুশের বিশেষ পাঠচক্র সম্পন্ন

একুশের বিশেষ পাঠচক্র সম্পন্ন করেছে ‘হৃদয়ে ৭১’। বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের বিশেষ পাঠচক্রটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর শাখার দপ্তর সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এছাড়া ‘হৃদয়ে ৭১’ এর একুশের শুদ্ধ বাংলা বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি আলোচক ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট ও বিয়ানীবাজার বার্তা সম্পাদক সাদেক আজাদ।

অনুষ্ঠানে বিশেষ পাঠচক্রে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, রক্ত দিয়ে ভাষা আর স্বাধীনতা অর্জনের ইতিহাস কেবল আমাদের। যারা এখনো এদেশ কে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন, তারা বোকার রাজ্যে বসবাস করেন।

অতিথি আলোচক হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তৃতা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

পরে সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ আলী শুভর কণ্ঠে পাঠচক্রে সামসুজ্জামান সামসের লিখা বই ‘বায়ান্ন থেকে একাত্তর’ থেকে ভাষা শহীদ আব্দুস জাব্বারের জীবনীর উপর পাঠকার্যক্রম পরিচালিত হয়।

পরে উক্ত পাঠ পতিক্রিয়াটি ব্যক্ত করেন বিশিষ্ট সাংবাদিক রুহুল ইসলাম মিটু, রনদ্বীপ চৌধুরী লিংকন, অমিতাভ চক্রবর্তী রনি, মহানগর সাংগঠনিক সম্পাদক এহসানুল হক শুভ, কবি নাজমুক ইসলাম নাইম, কামরুল হোসেন আল আমিন, এম মাহমুদ আলী, মুমিন হোসেন সাকিব, শহিদুর রহমান বাবলু, শহিদুল ইসলাম, মামুন আহমদ, জাহিদুর রহমান, সাদেক হোসেন রাজু, ফাহিমুল ইসলাম, এমাদ উদ্দিন বায়তুল, মো. এমদাদুল্লাহ,সাদিকুর রহমান খান, আবুল হাসান কাসেম, নুরে আলম জুয়েল, মোহাম্মদ মুশাররফ হোসেন, তাসনীম আক্তার ইভা, আফসানা আক্তার দিভা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন ও সাদেক আজাদ।

আপনার মন্তব্য

আলোচিত