ছাতক প্রতিনিধি

০১ মার্চ, ২০১৮ ২২:২২

ছাতকের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

ছাতকের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে হাজী ইসহাক আলী ও দিলুয়ারা বেগম মেধাবৃত্তি সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মেধাবৃত্তি ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হাজী ইসহাক আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সনদপত্র ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ওসি আতিকুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ছাতক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সুহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামছুজ্জামান রাজা, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাজী আলী আসকর সোহাগ। এতে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ছাত্র ফারহান নাদিম রাফি, ছাত্রী ইরফাত জাহিন বুশরা।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী আফাজ উদ্দিন, হাজী নাজিম উদ্দিন, কফিল উদ্দিন, হাজী বেলায়েত আলী, হাজী লিলু মিয়া, হাজী মখলিছ আলী, তৈয়বুর রহমান, রশিদ আহমদ মাসুক, সাদিকুর রহমান সদিক, রহিম উদ্দিন মেম্বার, নাসিমা বেগম, মুরাদ আহমদ, ফজলুর রহমান, হাজী দুদু মিয়া, হাজী আশিদ আলী, রায়হান উদ্দিন মেম্বার, আফসার উদ্দিন মেম্বার, সামছুজ্জামান, হাজী সুরুজ আলী, আব্দুল বারী চপল, আব্দুর রউফ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক লুৎফুর রহমান, সাব্বির মিয়া, দুদু মিয়া, মাওলানা মাহমুদুল হাসান, লিটন তালুকদার, মৃনাল কান্তি তালুকদার, বিভা রানী তালুকদার, রাজশ্রী রায়, নুরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রাকিব আহমদ। সভায় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিদ্যালয়ের নির্বাচিত কেবিনেট নেতৃবৃন্দ। সভা শেষে বিদ্যালয়ের ২০জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত