বানিয়াচংয় প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৮ ২২:১২

বানিয়াচংয়ে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

বানিয়াচংয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরিগঞ্জ (হবিগঞ্জ ২) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।

সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কবির মাষ্টার, মুকিত লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আঙুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও উপজেলা যুবলীগের সভাপতি বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন - বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছিল। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালি দেশ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করে যাবো।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদুর রহমান খান মাসুদ, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, ১নং ইউপি আ’লীগের সেক্রেটারি কৃষ্ণ দেব, আওয়ামী লীগ নেতা জব্বার মেম্বার, ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, তাঁতীলীগের আহবায়ক শেখ সাইদুর রহমান রুবেল প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, শ্রমিকলীগের আহবায়ক এড. মুর্শেদুজ্জামান লুকু, যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী সাহেদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, অর্থ সম্পাদক ইমদাদুল হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগ নেতা ফরহাদ হোসেন সুমন, সদস্য ইফতেহার আহমদ রাজীব, মাজহার ইসলাম অপু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালিব হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ শিহাবসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত