সংবাদ বিজ্ঞপ্তি

০৮ মার্চ, ২০১৮ ২১:১৬

নারীমুক্তি আন্দোলনকে বেগবান করুন: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে আম্বখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলার সংগঠক মাছুমা খানমের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার নেতা সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর, বিমানবন্দর থানার সমন্বয়ক প্রণব জ্যোতি পাল। এসময় উপস্থিত ছিলেন, শুল্কা রানী শর্মা, মামুন বেপারী, অমৃত মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে নারী নির্যাতন অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করে ফেলছে। ঘরে বাইরে কোথাও নারীরা আজ নিরাপদ নয়। প্রায় ৭৭ শতাংশ নারী পারিবারিক পরিসরে নির্যাতনের শিকার হয়। গণ পরিবহণে ৯৪ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার হয়। পুঁজিবাদী-ভোগবাদী অপসংস্কৃতি নারীদেরকে বাজারী পণ্যে পরিণত করতে চায়। প্রতিক্রিয়াশীল রাজনীতি নারীদেরকে অন্ধকারের যুগে নিয়ে যেতে চায়। তাই আজ নারী সমাজের মুক্তি সমাজের সার্বিক পরিবর্তনের সাথে যুক্ত।

সমাবেশে বক্তারা নারী নির্যাতন বন্ধ, মর্যাদা প্রতিষ্ঠা ও নারীমুক্তি আন্দোলনকে বেগবান করার জন্য জন্য আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত