সংবাদ বিজ্ঞপ্তি

০৯ মার্চ, ২০১৮ ০৩:৩৪

আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখায় নারী দিবস পালন

আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ এর মূলসুর ছিল “এখনই সময়: নারীর জীবন পরিবর্তনে সক্রিয় গ্রাম ও শহরের উন্নয়নকামীরা”।

আলোচনা সভায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোনিয়া মাহাতোর সভাপতিত্বে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাবেক সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক রতিশ টপ্য, দপ্তর সম্পাদক পলাশ পাহান, প্রচার সম্পাদক পলাশ পাহান, সদস্য নয়ন পাহান, কলাবতি মাহাতো, শুষমা মাহাতো, শিউলি মার্ডি, প্রভাতি মাহাতো, উজ্জল মাহাতো প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট অনেক তাৎপর্যপূর্ণ। লড়াই সংগ্রাম করে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বিশ্বের নারীরা আজ স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বে আজ এই দিনটি সাড়ম্বরে যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিন বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত, শ্রমিক শ্রেণির নারীদের অধিকার প্রতিষ্ঠার দিন। কিন্তু এদেশের আদিবাসী নারীদের অধিকার এখনো প্রতিষ্ঠা পায় নি। এদেশের আদিবাসী নারীরা প্রতিনিয়ত নিপীড়ন, লাঞ্ছনা, ধর্ষণের শিকার হচ্ছে। সম্প্রতি রাঙামাটির বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুজন মারমা মেয়েকে ধর্ষণের চেষ্টা তার জ্বলন্ত প্রমাণ। এখনো আদিবাসী নারীরা তাদের ন্যায্য মজুরি বুঝে পায় নি।

বক্তারা আরও বলেন, আজকের এই দিনে আদিবাসীসহ বিশ্বের সকল শ্রেণির, ধর্মের, জাতির নারীদের অধিকার প্রতিষ্ঠা হোক। জেগে উঠুক নারী সমাজ, প্রতিষ্ঠা পাক সাম্যের, মানবতার।

আপনার মন্তব্য

আলোচিত