সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৮ ১৫:৫০

সিলেটে কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ এগ্রো প্রসেসরেস এসোসিয়েশন (বাপা) ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

রোববার (১১ মার্চ) এ কর্মশালা সম্পন্ন হয়। সিলেট নগরীর একটি হোটেলে ‘কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল’ এর উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় শনিবার (১০ মার্চ)।

শিল্প মন্ত্রণালয় আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন। এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেটের ডিডি আবুল হাসেম।

এতে উপস্থিত ছিলেন, বাপা সচিব জনাব তৈয়বুর রহমান, সিনিয়র রিসার্চ অফিসার এনপিও এটিএম মোজাম্মেল হক, বাপা সিলেট এর উপসচিব শাহনাজ বেগম পান্না, নির্বাহী গবেষক এস এম নুরুজ্জামান মানিক।

এর আগে শনিবার উদ্বোধনী সভায় রাখেন শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিচালক (যুগ্ম সচিব) এস. এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাসেম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি এর পরিচালক হিজকিল গুলজার। এছাড়াও বাপার সদস্য, বিসিক এর কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করেন।

দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত