সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৮ ১৭:২২

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার সদর উপজেলাধীন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. লতিফুর রহমানের সভাপতিত্বে এবং দশম শ্রেণী ছাত্র আফজার হোসেন ও ছাত্রী সাদিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মামুনুর রসিদ চৌধুরী, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, ইংল্যান্ড প্রবাসী আব্দুস শানুর ফুরাই মিয়া, নবাগত সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, সিলেট বারের আইনজীবী এড. সাইফুর রহমান, আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য হাজী ইলিয়াছ মিয়া, ইউপি সদস্য হাজী আহমদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণী ছাত্র ইয়ারুপ মিয়া ও গীতা পাঠ করেন সপ্তম শ্রেণী ছাত্র পার্থ পাল। মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী সোনিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হাসিম চৌধুরী, মো. শাহাজাহান আব্দুল জব্বার, আব্দুল কাদির মেম্বার, আবুল হোসেন চৌধুরী, মহিলা মেম্বার রুবি বেগম, হাজী লেচু মিয়া, সুদির চন্দ্র দাস, খালিছুর রহমান, শিক্ষক হাজী জসিম উদ্দিন, ফেরদৌসি আক্তার, হেলাল উদ্দিন, মাওলানা জাহির মিয়া, শুভ্রত চন্দ্র বিশ্বাস, প্রদিপ সরকার, সুলতানা বেগম, শেফালি বেগম, সাইফুদ্দিন মিলন, সূর্যমনি বিশ্বাস, আবুল হোসেন, জালাল আহমেদ, রবি চন্দ্র সরকার, আব্দুল মালিক।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত