সংবাদ বিজ্ঞপ্তি

২৩ মার্চ, ২০১৮ ০০:০৫

কাঁকন বিবির মৃত্যুতে ইমজা’র শোক

বীর মুক্তিযোদ্ধা নুরজাহান বেগম কাঁকন বিবির মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

বৃহস্পতিবার (২২ মার্চ) ইমজা’র সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু স্বাক্ষরিত এক শোক বার্তায় বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে কাঁকন বিবি’র অবদান অসামান্য। প্রথমে গুপ্তচর হিসেবে এবং পরে সশস্ত্র যোদ্ধা হিসেবে তিনি যুদ্ধে অংশ নেন। এজন্য অবর্ণনীয় নির্যাতনও সহ্য করতে হয় তাঁকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী এবং আদিবাসীরাও যে বীরত্ব অবদান রেখেছেন কাঁকন বিবি তাঁর উৎকৃষ্ট প্রমাণ। ফলে এই বীর নারীর মৃত্যুও মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
 
শোকবার্তায় ইমজা নেতৃবৃন্দ আরো বলেন, কাঁকন বিবিকে বীরপ্রতীক খেতাব প্রদানের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা গেজেটভুক্ত হয়নি। গেজেটে বীরপ্রতীক হিসেবে স্বীকৃতি প্রদানই হতে পারে কাঁকন বিবি’র প্রতি জাতির শেষ শ্রদ্ধা।

আপনার মন্তব্য

আলোচিত