নবীগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৮ ১৪:৩০

নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

সরকারী কর্মকর্তাদের চাকুরী দেয়া হয়েছে যোগ্যতা ভিত্তিক। তাদের মনে রাখতে হবে, উন্নয়নমুলক কাজ করে সমাজে পরিচিতি নিতে হবে এবং বিভিন্ন শ্রেণী-পেশা লোকদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র আপামর জনতাকে জানাতে হবে। হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন- হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন - উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার দুলাল উদ্দিন, মৎস্য অফিসার রাশেদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসাইন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শাহনাজ ইসলাম, ডিজিএম আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, জেকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতাউল গণি ওসমানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, শিক্ষক এটিএম বশির, কাঞ্চন বণিক, সাংবাদিক শাহ সুলতান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মরত কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তাগন তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত