হবিগঞ্জ প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৮ ০০:০৪

হবিগঞ্জে এ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশীপ ট্রেনিং সম্পন্ন

"আত্মশক্তিকে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না" এ স্লোগান নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার কবির কলেজিয়েট একাডেমিতে চারদিনব্যাপী এ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ১০০৪ তম ব্যাচের ট্রেনিং গত বুধবার (২১ মার্চ) সম্পন্ন হয়েছে।

কলেজের ৩৩ জন শিক্ষার্থী নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার-হবিগঞ্জ ইউনিটের আয়োজনে এ ট্রেনিং সম্পন্ন হয়।

সমাপনীতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোঃ শাবান মিয়া।

বিশেষ অতিথি ছিলেন- কবির কলেজিয়েট একাডেমি অধ্যক্ষ মো. জালাল উদ্দিন শাওন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের একাউন্টেন্ট কুদরত পাশা।

দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার-হবিগঞ্জ ইউনিটের সভাপতি জিয়া উদ্দিন দুলালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ হবিগঞ্জ অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হোসেন।

৪ দিনের ট্রেনিংয়ে ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এর ফেসিলিটেটর জিয়া উদ্দিন দুলাল।

সার্বিক সহযোগিতায় ছিলেন কবির কলেজিয়েট একাডেমির ইংরেজি বিষয়ের প্রভাষক মাহমুদা, রাসেল এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক প্রভাষক শাহাব উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত