সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৮ ১৮:৪৫

শ্রীমঙ্গলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহক মতবিনিময় সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর গ্রাহক সচেতনমূলক অনুষ্ঠান কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গলের রুপশপুর শাখা এর উদ্যোগে গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মার্চ) ব্যাংকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রুপশপুর শাখার ব্যবস্থাপক ও এফএভিপি কাওসার আহমদের সভাপতিত্বে ও অফিসার সজিব খন্দকারের পরিচালনায় গ্রাহক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড মো. ফজলুর রহমান আশরাফী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ রফিকুর রহমান। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. আবু রায়হান, হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সামছুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক কাওসার আহমদ। বক্তব্য রাখেন সিলেট জোনাল কর্মকর্তা নূরুল আম্বিয়া চৌধুরী। মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. ফজলুর রহমান আশরাফী বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরিয়া মোতাবেক কাজ করে যাচ্ছে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এই ব্যাংকের ভূমিকা প্রশংসনীয়। ব্যাংককে আরো এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান আরো বৃদ্ধি করার আহবান জানান। এছাড়া বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অন্যান্য অতিথিবৃন্দ ও গ্রাহকগণ ব্যাংকের সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত