সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৮ ১৯:১৩

জকিগঞ্জ নিউজের তৃতীয় বর্ষপূর্তি পালিত

‘হাত মিলাও হাতে, জকিগঞ্জের উন্নয়ন একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল গরীবদের মাঝে ফল বিতরণ, শিশুদের মাঝে সঞ্চয়ী ব্যাংক প্রদান, সেরা প্রতিনিধি সম্মাননা, মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কেক কাটা, পিঠা পরিবেশন ও আলোচনা সভা।

জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন ও জকিগঞ্জ নিউজের জকিগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি সাইফুর রহমান সিপনের সঞ্চালনায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. খলিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন পরিষদের সভাপতি জাপার কেন্দ্রীয় নেতা এমএ মতিন চৌধুরী, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছালাম চৌধুরী, জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক, জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুদ্দিন।

এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, নবনির্বাচিত কাউন্সিলর মাসুদ আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম জাকির হোসেন মুকুল, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিলেট মহানগর সভাপতি ফয়সল খান, জকিগঞ্জ নিউজের কুয়েত প্রতিনিধি মো. তাজ উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাসিম আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, নারীনেত্রী হোসনে জাহান রিনা, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ কবি হাবিবুল্লাহ মিছবাহ, পৌরসভা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পুতুল, যুগান্তর প্রতিনিধি আল হাসিব, ব্যবসায়ী আরিফ উদ্দিন আলী, সবুর আহমদ, জামিল আহমদসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, জকিগঞ্জ নিউজের বিভিন্ন  ইউনিয়ন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, জকিগঞ্জ নিউজ পাঠক ফোরাম, স্পোর্টস ক্লাব, ব্লাড ডোনারস ক্লাবের সদস্য, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুন।

অনলাইন গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, পরিবেশিত সংবাদের সত্যতা, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে।
জকিগঞ্জের নানা সমস্যা সমাধানে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়ে অতিথিবৃন্দ বলেন, জকিগঞ্জের গ্যাস প্রাপ্তির সম্ভাবনার প্রতি নজর দিতে হবে। জকিগঞ্জ নিউজের সামাজিক ও ব্যতিক্রমী কার্য়ক্রমের প্রশংসা করেন তাঁরা।

আনন্দঘন পরিবেশে স্মারক টি-শার্ট বিতরণ, সেলফি, একক ও গ্রুপ ছবি উঠানোর মাধ্যমে উৎসবের আমেজ উপভোগ করেন আগতরা।

আপনার মন্তব্য

আলোচিত