নবীগঞ্জ প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৮ ২৩:৫৩

নবীগঞ্জে সীমান্তিকের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে সীমান্তিকের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে নবীগঞ্জের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সীমান্তিকের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
 
অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। অচিরেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। দেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ইউআরডিও অফিসার এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তাজুল ইসলাম, শিক্ষক এটিএম বশির আহমেদ, শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, অধ্যক্ষ কাঞ্চন বনিক, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, সলিল বরণ দাশ, ছনি চৌধুরী প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত