সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০১৮ ১৯:০২

মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভা

মে দিবস সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মহানগর শ্রমিক দলের সভাপতি আলখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সুরমান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুর রহমান, সহসভাপতি মানিক মিয়া, মহানগর শ্রমিক দলের সহসভাপতি আবুল মিয়া, সহসভাপতি আব্দুল আহাদ, সহসভাপতি ফরিদ আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সওদাগর, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিমন মিয়া, জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্ছু, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, দক্ষিণ সুরমা শ্রমিক দলের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহ রেজা, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, শাহপরাণ থানা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র দাস, ইলেকট্রিশিয়ান শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল আহমদ, বিদ্যুৎ শ্রমিক নেতা ফজলুল হক, আশরাফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ৯০ মেগওয়াটের বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাদল, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আউয়াল মিয়া, আতিকুর রহমান, জালালাবাদ থানা শ্রমিক দলের সভাপতি ফকির মিয়া, বিদ্যুৎশ্রমিক নেতা তৈমুছ আলী, জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রুহুল আমিন রুবেল, বিদ্যুৎশ্রমিক নেতা মকবুল আলী, নারী শ্রমিক নেতা পারভীন খান, আলিশা  সালমা আলী, হাফছা খান প্রমুখ।

উল্লেখ্য, প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ১ মে সকাল ১০টায় মধুবনের সামনে থেকে র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে র‌্যালিতে যোগদান করবে।

আপনার মন্তব্য

আলোচিত