সংবাদ বিজ্ঞপ্তি

০৯ মে, ২০১৮ ২৩:১৭

সিলেটে তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির দাবিতে আত্মার সভা

তামাকজাত পণ্যের উপর কর হার বাড়ানোর দাবি জানিয়েছেন এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা) সিলেট অঞ্চলের সদস্যরা। সাংবাদিকদের নিয়ে গঠিত তামাক বিরোধী এই জোটের সিলেট আঞ্চলিক সভা বুধবার (৯ মে) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

নগরীর জেল রোডে একটি হোটেলের  হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা আগামী বাজেটে তামাক নিরুৎসাহিত করতে কর হার বৃদ্ধির জোর দাবী জানান।  এছাড়া সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায়, অফিস-আদালতে ধূমপান বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

আত্মার সদস্য ও দৈনিক মানব কণ্ঠের ব্যুরো চীফ মনোয়ার জাহান চৌধুরীর পরিচালনায় ও আত্মার সিলেট অঞ্চলের সমন্বয়কারী মুরাদ বকস'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জীবন ধ্বংসকারী তামাকের ভয়াবহ প্রভাব তুলে ধরে ধূমপান ও অন্যান্য তামাকজাত পণ্য বিপণন, প্রচারণা ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মতো হীন অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি সকল পর্যায়ের কর্মকর্তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বরাবরে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আজ বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলোচনা সভা এবং পরে জেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক উত্তর পূর্বের সহ বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক সালমান ফরিদ, দৈনিক শুভ প্রতিদিনের চীফ রির্পোটার আমিনুল ইসলাম রোকন, দৈনিক জালালাবাদ’র স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, সিলেট ভিউ টোয়েন্টিফোর ডট কম’র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত