সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৮ ১৬:৫৩

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের জন্য সিলেট চেম্বারের অভিনন্দন

বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশ জয়ে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ, আইসিটি প্রতিমন্ত্রী, সরকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও দেশবাসীকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও পরিচালকবৃন্দ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১২ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট একটি মাইলফলক হয়ে থাকবে। পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের জন্য এক নতুন অভিধা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট একটি সময়োপযোগী উদ্যোগ যা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতির গৌরবময় এই অধ্যায়ের জন্য আমরা সিলেটবাসী তথা সিলেটের সকল ব্যবসায়ী মহল অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আপনার মন্তব্য

আলোচিত