সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৮ ১৭:০৩

সিলেট বিভাগ স্ট্যাম্প ভেন্ডার সমিতির মতবিনিময়

বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাশ বলেছেন, স্ট্যাম্প ভেন্ডারদের স্ট্যাম্প বিক্রির উপর কমিশনের হার ১৮৯৯ সালে তদানীন্তন ব্রিটিশ আমলে যা নির্ধারণ করা হয়েছিল তা অদ্যাবধি বলবত রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছুর দাম বৃদ্ধি হলেও স্ট্যাম্প ভেন্ডারদের স্ট্যাম্প বিক্রির কমিশনের হার বৃদ্ধি হয়নি। ফলে স্ট্যাম্প ভেন্ডারগণ সুবিধাবঞ্চিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের স্ট্যাম্প ভেন্ডারদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে স্ট্যাম্প ভেন্ডারদেরকে মানবেতর জীবনযাপন থেকে উত্তরণে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।

শনিবার (১২ মে) সকালে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে স্ট্যাম্প ভেন্ডারদের স্ট্যাম্প বিক্রয়ের কমিশনের হার বৃদ্ধি সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি স্ট্যাম্প ভেন্ডারদেরকে ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
 
সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি হাজী মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক কাজী এ.কে.এম শামছুদ্দিন ও সদস্য মো. সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী শাহজাহান দেওয়ান, দপ্তর সম্পাদক হাজী সাইফুল আলম, সদস্য ও পাংশা পৌর কাউন্সিলর মুন্সি আব্দুল আলীম।
 
সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. আশরাফ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ দুলাল, সহসাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সাহান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার, মিজানুর রহমান বেলাল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা সভাপতি শফিকুল বারী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুক, সদস্য আকিকুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সদস্য সাকির আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী এ.কে.এম শামসুদ্দিন ও গীতা পাঠ করেন সত্যেন্দ্র কুমার চন্দ।

আপনার মন্তব্য

আলোচিত