সংবাদ বিজ্ঞপ্তি

১৫ মে, ২০১৮ ০০:২৫

ভোজনবাড়ি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় জেলা বিএনপির নিন্দা

নগরীর জিন্দাবাজারস্থ ভোজন বাড়ী রেস্টুরেন্টে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের খোঁজে বের করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান তারা।

সোমবার (১৪ মে) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- প্রকাশ্য দিবালোকে নগরীর ব্যস্ততম এলাকা খ্যাত জিন্দাবাজারে জনপ্রিয় ভোজনবাড়ী রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা খুবই ন্যাক্কারজক।

কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর সিলেটবাসী মেনে নিবেনা। আর যদি এই ভাংচুরের সাথে কোন রাজনৈতিক গোষ্ঠী জড়িত থাকে তাহলে তা সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ইতিহাসে একটি কালো নজির হয়ে থাকবে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সমর্থন দেয়া কোনভাবেই ঠিক হবেনা। সন্ত্রাসীদের কোন দল নেই।

এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ভবিষ্যতে যাতে কোন সন্ত্রাসী কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর চালাতে না পারে এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত