সংবাদ বিজ্ঞপ্তি

২৯ মে, ২০১৮ ১৩:৫১

৯৯৯ সম্বলিত রেডিয়ামযুক্ত স্টিকার পুলিশের হাতে হস্তান্তর করলো পাঠাও

জনসচেতনতা বৃদ্ধি করতে পাঠাও লিমিটেডের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে “ন্যাশনাল  ইমারজেন্সি নাম্বার ৯৯৯” সম্বলিত রেডিয়ামযুক্ত স্টিকার হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ মে) পাঠাও লিমিটেডের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে উপহার স্বরূপ স্টিকার প্রদান করেন।

জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২৪ ঘণ্টা যে কোন জায়গা থেকে জরুরী সেবা পেতে জনসচেতনতা বৃদ্ধি করতে পাঠাও লিমিটেড এই উদ্যোগ গ্রহণ করেছে।

পাঠাও লিমিটেডের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশফাক চৌধুরী। সাথে ছিলেন নিদাল মোহাম্মদ আলম, সিলেট অপারেশন ম্যানেজার এবং নেয়ামুল হক হিমেল, নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় নিকুলিন চাকমা পাঠাও এর এই উদ্যোগকে একটি ভাল উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি ট্রাফিক আইন মেনে চলতে ও রাস্তায় নিরাপত্তা এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করতে পাঠাও লিমিটেডকে আরো কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে বলেন।

আপনার মন্তব্য

আলোচিত