সংবাদ বিজ্ঞপ্তি

০৩ জুন, ২০১৮ ১৬:৫১

বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে ওসমানী মেডিকেলে র‍্যালি

বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাবফুট মুক্ত শিশুদেরকে নিয়ে এক র‌্যালির আয়োজন করা হয়।

রোববার (৩ জুন) র‌্যালিটি উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার কামরুল আলম, বিভাগীয় সিলেটের ওয়াক ফর লাইফের ইনচার্জ ফিজিও চিকিৎসক মারুফ আহমদ চৌধুরী, বিদেশী অতিথি নোভাবক্স এর রিসার্চ এন্ড ডেভলপমেন্টের প্রেসিডেন্ট গ্রেগড়ি এম গ্লেন, এসএইচআইভিএস এর ম্যানেজার  মো. মোতাহের হোসেন, ওয়াক ফর লাইফের ভলান্টিয়ার নন্দিতা ধর, কাউন্সিলর এনামুল ও ক্লাবফুট মুক্ত শিশুদের পিতা-মাতা, অভিভাবক, হাসপাতালের কর্মকর্তাসহ প্রায় সহস্রাধিক লোকের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে উঠে।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় ও ওয়াক ফর লাইফের সহায়তায় র‌্যালিটি আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালের জুন মাস থেকে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত 'ওয়াক ফর লাইফ' জন্মগত পা বাঁকা শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

এ কার্যক্ষম দ্বারা এ পর্যন্ত ৯০৭টি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত