সংবাদ বিজ্ঞপ্তি

০৪ জুন, ২০১৮ ১৫:৫০

রোটারী ক্লাব অব সিলেট সাউথ এর ১২৪৫তম সভা

রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর ১২৪৫ তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জুন) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ সভার আয়োজন করা হয়।

ক্লাব সহসভাপতি রোটারিয়ান রাজীব আহসানের সভাপতিত্বে ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জুবায়ের আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ৩২৮২ বাংলাদেশ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ লতিফ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস পবিত্র মাস। এ মাসে মুসলমান সমাজের মধ্যে একতার উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় বিধায় ধনী-গরিবের মাঝে কোনো ব্যবধান থাকে না। এজন্য যারা ক্ষুধার্ত থাকে, তাদের কষ্ট উপলব্ধি করা যায়।

আলোচনায় অংশ নেন এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর রোটারিয়ান জয়ন্ত কুমার দাস, রোটারিয়ান পিপি আব্দুল মালিক সুজন, রোটারিয়ান পিপি মো. বদরুজ্জামান, সহসভাপতি রোটারিয়ান, আব্দুল মুহিত দিদার, প্রেসিডেন্ট নমিনী দেবাশীষ চক্রবর্তী, রোটারিয়ান আশরাফুল হক, রোটারিয়ান শামীম আহমদ, রোটারিয়ান পিপি দিলীপ কুমার, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান ফয়েজ আহমদ বাবর, রোটারিয়ান মো. শাহজাহান খাঁন, রোটারিয়ান মো. আলী মঞ্জুর, রোটারিয়ান মো. হেলাল উদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান ক্ষমা কান্ত, রোটারিয়ান সন্ধ্যা লক্ষী দে।

তিনি আরো বলেন, মানুষের কষ্ট অনুভব করার মাধ্যমে নিজের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। রোটারি সমগ্র বিশ্বে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাধ্যানুযায়ী সততা ও নিষ্ঠার সাথে ভালো কাজের মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত