সংবাদ বিজ্ঞপ্তি

০৫ জুন, ২০১৮ ১৬:৫৪

কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট এর ইফতার মাহফিল

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জুন) বিকেলে নগরীর মীরবক্সটুলাস্থ বি.সি.ডি.এস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় সদস্য ও সিলেট শাখার সভাপতি, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.টি.এম মোশাহিদ উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি এম এ আজিজ, পরিচালক মো. মুবিন আহমদ, আব্দুল করিম বড় ভুইঞা, মালিক হুমায়ুন, আফসারুজ্জামান, নাজিম উদ্দিন, আশরাফুল আলম। এছাড়াও সমিতির সকল সদস্যবৃন্দসহ সিলেট নগরীর সকল কেমিস্টসগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। পবিত্র এ মাসে মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছে। তাই বেশি বেশি করে কুরআন অধ্যয়ন করে, জীবনের চলার পথে কুরআনের শাসন ও বিধান মেনে চলতে পারলে ইহ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।

বক্তারা সততার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত