গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ জুন, ২০১৮ ০২:০১

গোয়াইনঘাটে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

সিলেটের গোয়াইনঘাট থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (৫ জুন) দুপুর ১২ টায় মো. আব্দুল জলিলের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিকবৃন্দ।

এসময় প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূলে চলমান অভিযান সহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ বিভাগের সাথে মতামতও উঠে আসে আলাপ চারিতায়।

গোয়াইনঘাটে মাদক নির্মূলে জিরো টলারেন্স সহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত থাকার কথা পূর্ণব্যক্ত করে নবাগত ওসি মো. আব্দুল জলিল বলেন, গোয়াইনঘাট একটি বিশাল থানা এলাকা। এখানকার জনসাধারণের নিরাপত্তা বিধানে পুলিশের তরফে সব ধরনের ব্যবস্থাদি অব্যাহত রয়েছে।

তার কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকা গুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

এসময় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট থানায় মুক্তিযোদ্ধা পরিবারের দুই সন্তান, একজন জনপ্রতিনিধি সহ নিরপরাধ ব্যক্তিবর্গদের হত্যা মামলা থেকে তদন্তপূর্বক অব্যাহতি দানে পুলিশের সহযোগিতা কামনা করলে ওসি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে অবহিত করেন এবং তারা নির্দোষ হলে তাদেরকে অব্যাহতি দেয়া হবে বলে জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার (তদন্ত) হিল্লোল রায়, ওসি টুরিস্ট পুলিশ জাফলং জুন দেবাংশু, গোয়াইনঘাট থানার এস.আই জুনেদ আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, আলী হোসেন, ইলিয়াছ আকরাম।

আপনার মন্তব্য

আলোচিত