সংবাদ বিজ্ঞপ্তি

০৬ জুন, ২০১৮ ০২:২৮

সিলেটে বাকবিশিসের ইফতার মাহফিল

সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা আসন্ন বাজেটে একযোগে শিক্ষা জাতীয়করণের ঘোষণা। অথবা অন্তত বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকুরীজীবীদের ন্যায় ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির সুস্পষ্ট ঘোষণার দাবী করেছেন।

সোমবার বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম সভাপতিত্বে ও মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস। সভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকমল হোসেন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ তনুজ কান্তি দে, অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বাকবিশিস বিভাগীয় সভাপতি অধ্যাপক জয়ন্ত দাশ, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, মহানগর সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, বাকশিস সিলেট জেলার সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, শিক্ষক নেতা অধ্যক্ষ জাকির হোসেন, স্বাশিপ নেতা অধ্যাপক খালেদ মহিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশমির রেজা ও শিক্ষক ফারুক আহমদ।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দেবাশীষ দেবনাথ, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজা চৌধুরী প্রীতি, অধ্যাপক ফরিদ আহমদ, কানন বালা রায়, জান্নতারা খান পান্না, সীতাংশু শেখর দে, হিমাংশু রঞ্জন দাশ, অধ্যাপক সাখাওয়াত হোসেন, এনামুল হক, রথী লাল রায়, আবুল খায়ের, দিব্যেন্দু রায়, মুহিবুর রহমান, রমেন্দু কুমার দে, অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক কৃষ্ণ সুত্রধর, অধ্যাপক আবীর চৌধুরী, অধ্যাপক অঞ্জন দাশ, অধ্যাপক নন্দ কিশোর রায়, অধ্যাপক সুলতান আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল হোসেন। আলোচনা সভার শুরুতে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ইফতার মাহফিলে সহযোগী প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশনস এবং অক্ষর পত্র এর সিলেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত