সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৮ ২১:৫২

ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ১ম রাউন্ড সম্পন্ন

সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ১ম রাউন্ড সম্পন্ন হয়েছে। খেলার ৯টি ইভেন্টে সংগঠনের ৬০ জন সদস্যই অংশগ্রহণ করেন।
গত ৩০ মে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক-অর্থনীতিবিদ ড. আহমদ আল কবীর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

খেলায় দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন ক্যারম একক: নাজমুল কবীর পাভেল, আনিস রহমান, খসরুজ্জামান, শ্যামানন্দ শ্যামল, বদরুর রহমান বাবর, দিপক বৈদ্য দিপু, মারুফ আহমেদ, নুরুল ইসলাম, সজল ছত্রী, নিরানন্দ পাল, মইনুল হক বুলবুল, আল আজাদ, মোয়াজ্জেম সাজু, মাহমুদুর রহমান মিলন, আজিজ আহমদ সেলিম, সুটন সিংহ, আশরাফুল কবীর, শাহ দিদার আলম নবেল, গোপাল বর্ধন, আবদুল আলীম শাহ ও প্রত্যুষ তালূকদার।

ক্যারম দ্বৈত:  সুটন সিংহ-শাকিল আহমদ সোহাগ, ফয়সল আহমদ মুন্না-শাহ দিদার আলম নবেল, বদরুর রহমান বাবর-এম আর টুনু তালুুকদার, আবদুল আলিম শাহ- আনিস রহমান, সজল ছত্রী- মারুফ আহমেদ, গোলজার আহমদ-মঈনুল হক বুলবুল, বেলাল আহমদ-শ্যামানন্দ শ্যামল, দিপক বৈদ্য দিপু- শুভ্র দাস রাজন, এস আলম আলমগীর- হাসান সিকদার সেলিম ও নাজমুল কবীর পাভেল-প্রত্যুষ তালুকদার জুটি।

কলব্রিজ: আজিজ আহমদ সেলিম, শাহ দিদার আলম নবেল, শ্যামানন্দ শ্যামল, শেখ আশরাফুল আলম নাসির, সাদিকুর রহমান সাকি, দ্বিগেন সিংহ, মারুফ আহমেদ, এ এ চৌধুরী সিপার, নাজমুল কবীর পাভেল, গোপাল বর্ধন, দেবাশীষ দেবু, লিটন চৌধূরী, আনিস রহমান ও প্রত্যুষ তালুকদার।

সাপলুডু: সুবর্ণা হামিদ, মাহমুদুর রহমান মিলন, গোপাল বর্ধন, শামীম হোসেন, মোয়াজ্জেম সাজু, দিপক বৈদ্য দিপু, আবদুল আলিম শাহ, নিরানন্দ পাল, নৌসাদ আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ, গোলজার আহমদ, মারুফ আহমেদ, শ্যামানন্দ শ্যামল, আজিজ আহমেদ সেলিম, হোসাইন আহমদ সুজাদ, লিটন চৌধূরী, দেবাশীষ দেবু, মাহবুবুর রহমান রিপন, আশরাফুল কবীর, প্রত্যুষ তালূকদার, শাহ দিদার আলম নবেল, আল আজাদ, সজল ছত্রী, নাজমুল কবীর পাভেল, শুভ্র দাস রাজন ও এস আলম আলমগীর।

ডমিনজ: গোলজার আহমদ, হোসাইন আহমদ সুজাদ, শাহ দিদার আলম নবেল, মারুফ আহমেদ, এ চৌধুরী সিপার, নিরানন্দ পাল, মঞ্জুর আহমদ, মাইদুল রাসেল, দিপক বৈদ্য দিপু, শেখ আশরাফুল আলম নাসির, গোপাল বর্ধন, শামীম হোসেন, আবদুল আলিম শাহ, মঈন উদ্দিন মঞ্জু, ফয়সল আহমদ মুন্না, মাহবুবুর রহমান রিপন ও হাসান সিকদার সেলিম।

অকশন ব্রিজ: আবদুল আলিম শাহ- আনিস রহমান, মঈনুল হক বুলবুল-শেখ আশরাফুল আলম নাসির, বাপ্পা ঘোষ চৌধুরী-মারুফ আহমেদ ও মঈন উদ্দিন মনজু-লিটন চৌধুরী জুটি।

টুয়েন্টি নাইন: আব্দুল আলিম শাহ-আনিস রহমান, বাপ্পা ঘোষ চৌধুরী- আশরাফুল কবীর, লিটন চৌধূরী-শ্যামানন্দ শ্যামল, সজল ছত্রী-এ এ চৌধুরী সিপার, গোপাল বর্ধন-দিপক বৈদ্য দিপু ও মাহবুবুর রহমান রিপন-আজিজ আহমদ সেলিম জুটি।
দাবা: গোলজার আহমদ, নাজমুল কবীর পাভেল, আনিস রহমান, সজল ছত্রী, ফয়সল আহমদ মুন্না, প্রত্যুষ তালূকদার, নৌসাদ আহমদ চৌধুরী, বাপ্পা ঘোষ চৌধুরী, মঈন উদ্দিন মঞ্জু, মারুফ আহমেদ ও মাহবুবুর রহমান রিপন।

ব্রে: বাপ্পা ঘোষ চৌধুরী, শাহ দিদার আলম নবেল, আনিস রহমান, মারুফ আহমেদ, মঈন উদ্দিন মঞ্জু, মইনুল হক বুলবুল, প্রত্যুষ তালূকদার, শ্যামানন্দ শ্যামল ও আজিজ আহমদ সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত