সংবাদ বিজ্ঞপ্তি

১০ আগস্ট, ২০১৮ ২৩:২৪

সরকার নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে: মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার দেশকে দারিদ্রমুক্ত করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফলে দেশের হত দরিদ্রদের জীবন মান উন্নত হয়েছে। দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের বেকার যুব শক্তিকে দক্ষ মানব শক্তিতে রূপান্তর করতে বিনামূল্যে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়ার পাশাপাশি সরকার নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে।   

শুক্রবার (১০ আগস্ট) দিনব্যাপী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার মোট ২১টি ইউনিয়নে “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২ (আরইআরএমপি-২)” শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে বাস্তবায়নাধীন ৩টি উপজেলার ২১৬ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ প্রদানের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি উন্নতশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে সবাইকে স্বাবলম্বী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অনুষ্ঠানে জনপ্রতি ৭৪ হাজার টাকা করে মোট দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী রমাকান্ত সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী এ.এস.এম. মহসীন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম, বালাগঞ্জ থানার ওসি এস.এম. জালাল, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী এস.এম. আনোয়ারুল হক, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহরিন সুলতানা, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আজাদ কাজী, যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল মিয়া, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান লকুস, নাসির উদ্দিন, শাহ ছমির উদ্দিন, আহমদ হোসেন খোকন, সেলিম আহমদ মেম্বার, বালাগঞ্জ যুবলীগের আহবায়ক রফিকুল আলম, নারীদের পক্ষে রোজিনা বেগম।

পরে প্রধান অতিথি দক্ষিণ সুরমায় মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত