সংবাদ বিজ্ঞপ্তি

১১ আগস্ট, ২০১৮ ২১:৩২

বেগম জিয়াকে মুক্ত করেই জাতীয় নির্বাচনে অংশ নিবো: শফি চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী।

শনিবার (১১ আগস্ট) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফি আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষে সর্বস্তরের নেতাকর্মীদেরকে আন্দোলনকে আরো বেগবান করতে হবে। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করেই আমরা জাতীয় নির্বাচনে অংশ নিবো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সিলেট-৩ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেয়ার লক্ষে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।    

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী পাপিয়া চৌধুরী মুন্নী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ.এম খলিল চেয়ারম্যান, বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী, শেখ আলাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক সালিক আহমদ, বিএনপি নেতা আব্দুস সালাম, জিল্লুর রহমান শোয়েব, খালেদুজ্জামান খালেদ, আশরাফ বাহার, ময়নুল ইসলাম মঞ্জু, আব্দুর রহিম, আনহার মিয়া, শামছুর রহমান শামীম, ডা. আক্তার হোসেন উস্তার, ইসলাম উদ্দিন, জুবায়ের আহমদ জুবের, সেবু মিয়া, মাহবুবুর রহমান আজাদ, মো. আলীম উদ্দিন, সোহেল আহমদ, রুমেল আহমদ, তোফায়েল আহমদ জুনু প্রমুখ। সভা শেষে লন্ডন প্রবাসী ইকবাল কবির চৌধুরী দোয়া পরিচালনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত