ছাতক প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৮ ২২:৫০

ছাতকে জাতীয় কৃমি সপ্তাহ পালিত

সুনামগঞ্জের ছাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় কৃমি সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা উপলক্ষে এক উদ্বোধনী সভা সোমবার (০১অক্টোবর) কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র দাস, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম কামাল, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, শংকর চন্দ্র চৌধুরী, তাজ উদ্দিন, প্রীতম চন্দ্র দাস, নৃপেন্দ্র কুমার দাস, কেয়ার ছাতক ব্রাঞ্চের ম্যানেজার সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত