সংবাদ বিজ্ঞপ্তি

০৪ জানুয়ারি, ২০১৯ ১৯:১১

রোটারি ক্লাব অব রিগ্যাল সিটির চাটার্ড ডে পালন

যারা রোটারি করে তারা সমাজের প্রতি অনেকটা দায়িত্বশীল। তারা কাজে ও কর্মে অনেকটা কর্তব্যপরায়ণ। রোটারি মানুষকে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে। তাই একজন রোটারিয়ানের উপর সমাজের অনেক দায়িত্ববোধ তৈরি হয়।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে নগরীর জেলরোডে একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির চাটার্ড ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ক্লাব সভাপতি কয়েস আহমদ সুমনের পরিচালনায় ও অনুষ্ঠান কো-অর্ডিনেটর বাংলাদেশ হিউম্যান রাইটার্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.একে মাহবুবুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ডিসট্রিক্ট গভর্নর ইলেক্ট আতাউর রহমান পীর, রোটারিয়ান এইচএম ফয়সল, আবু ফয়েজ খান চৌধুরী, সৈয়দ আশরাফ আহমদ, কবির  উদ্দিন আহমদ, সেলিম খান, জাকির আহমদ চৌধুরী, কফিল উদ্দিন আহমদ, বদরুল আলম চৌধুরী, অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন আব্দুল আহাদ সুমন, জুবায়ের আহমদ, আব্দুর রহিম, হাবিবুর রহমান শামীম, শাহিদা তালুকদার, ডা. বিপুল ঘোষ, ব্যাংক কর্মকর্তা আরিফ শাহেদ শাহরিয়ার, সুব্রত কুমার দাস, মাহমুদুল হক বাবু, বেনু শর্মা, প্রমূখ।

এছাড়া প্রবাসী কমিউনিটি লিডার নাজমুল হামিদ সেলিমকে সিলেটে সমাজসেবা মূলক নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এসময় দুই হাতের কনুই দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করায় পিডিবি স্কুলের শিক্ষার্থী শাফিয়া বেগমের দুই বছরের লেখাপড়ার দায়িত্ব নেয় ক্লাব। এছাড়া আরো এক মেধাবী শিক্ষার্থীর আগামী দুই বছরের শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে অতিথিরা কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
 

আপনার মন্তব্য

আলোচিত