সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৯ ১৯:৩৫

ছাতকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের উদ্যোগে ছাতকের বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১জুলাই) সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ছাতকের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যান থেকে বৃক্ষেরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুদ্দিন শিশু মিয়া, প্রধান শিক্ষক পারভেজ মিয়া।  

কর্মসূচীর উদ্বোধনের পর ছাতক উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯টি মসজিদ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।

প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় জিয়াপুর, নতুন জিয়াপুর দাখিল মাদ্রাসা, রহমানিয়া হাফিজিয়া মাদরাসা জিয়াপুর, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত শাহজালাল রহ আদর্শ একাডেমী জিয়াপুর। পরগনা বাজার জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ পশ্চিম পাড়া, জুম্মা বাড়ি জামে মসজিদ পশ্চিম পাড়া, জিয়াপুর  মাঝপাড়া ছয়ঘর জামে মসজিদ, মরহুম মৌলভী আব্দুল আজিজ জামে মসজিদ ছয়ঘর, পুরান সিংচাপইড় জামে মসজিদ, নতুন জিয়াপুর জামে মসজিদ, উত্তর নতুন জিয়াপুর জামে মসজিদ, নতুন জিয়াপুর ছয়ঘর জামে মসজিদ।  

বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন, জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের উপদেষ্টা এম এ বারেক লয়লুছ, আব্দুল আমিন, শহর আলী, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোবিনা আক্তার, মেনেজিং কমিটির সদস্য জনাব সুজন মিয়া। পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর আলী, প্রধান শিক্ষক আছাব আলী। শাহজালাল (রহ) আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান।

বৃক্ষরোপণ অভিযান শেষে পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় জিয়াপুর এর সভাপতি সামছুদ্দিন শিশু মিয়া ও তৈবুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত