সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:২৫

দয়ামীরে ৩শ পরিবারের মধ্যে চাল বিতরণ

যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের নেতা মো: সেলিম মিয়া বলেছেন দেশের ও প্রবাসের সকল সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তিরা যদি গরীব অসহায়দের কল্যাণে এগিয়ে আসেন, তাহলে সমাজে গরীব মানুষের সংখ্যা হ্রাস পাবে। স্বাবলম্বী হয়ে উঠবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, দেশের সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চল। কাজেই দেশকে স্বাবলম্বী করে তুলতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে হাত বাড়াতে হবে। শুধুমাত্র প্রবাসী সংগঠনগুলি নয়, দেশের সংগঠনগুলোকেও এরকম স্বেচ্ছাসেবামূলক কাজ করতে হবে।

সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত সমাজকল্যাণ মুলক সংগঠন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে দয়ামীর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদের সভাপতিত্বে, সাংবাদিক এসএম সোহেলের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক এস টি এম ফখর উদ্দিন, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য মঈন উদ্দিন আহমদ লেচু, আফরোজ আলী, আহমদ আলী, ছাদ উল্লাহ, আব্দুল আজিজ, ইউপি সদস্যা রাবেয়া বেগম, আসমা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত