সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২০ ১৯:৩৪

মুজিববর্ষ উপলক্ষে রাগীব রাবেয়া মেডিকেল কলেজে প্রীতি ক্রিকেট ম্যাচ

মুজিববর্ষ উপলক্ষে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে প্রিন্সিপাল ফাইটার্স ও ডিরেক্টর ওয়ারিয়র্স এর মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের মাঠে শুরু হওয়া খেলায় প্রিন্সিপাল ফাইটার্সকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডিরেক্টর ওয়ারিয়র্স।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বঙ্গবন্ধু সারাটা জীবন সংগ্রাম করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। এ মহান নেতার জন্মশত বার্ষিকী পালন করতে পেরে আমরা বাঙালি জাতি গর্বিত।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ, পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক মোশাররফ হোসেন। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান সংগ্রহ করে প্রিন্সিপাল ফাইটার্স। ৬ উইকেট হাতে রেখে লক্ষে পৌঁছে যায় ডিরেক্টর ওয়ারিয়র্স। খেলায় যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ হন ডা. রুবেনস ও ডা. রানা আমিনুল।

আপনার মন্তব্য

আলোচিত